বিনোদন ডেস্ক :মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শহরটির ওরলি এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত তার নতুন ফ্ল্যাটটি। মাধুরী তার স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসায় উঠেছেন। কিন্তু এ বাসার ভাড়ার অঙ্ক শুনলে অনেকের চোখ কপালে উঠবে!
পিঙ্ক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মাধুরী দীক্ষিতের নতুন ফ্ল্যাটটি বহুতল ভবনের ২৯ তলায় অবস্থিত। বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির মোট আয়তন ৫ হাজার ৫০০ স্কয়ার ফুট। বাড়িটি লিজে নিয়েছেন তারা। প্রতি মাসে ১২ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা) ভাড়া গুণতে হবে মাধুরীকে।
মাধুরীর নতুন বাড়ির ডিজাইনের দায়িত্ব পেয়েছিল লিথ ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান। এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, শ্রীরাম-মাধুরী একটি সোফায় বসে আছেন। বাড়ির জন্য নিখুঁত ওয়ালপেপার খুঁজছেন তারা।
মাধুরীর নতুন বাড়িটি ডিজাইন করেছেন অপূর্ব শ্রফ। তিনি পিঙ্ক ভিলাকে বলেন—‘বাড়িটি ডিজাইন করার আগে এই দম্পতির বিচিত্রতা ও গ্ল্যামারের বিষয়টি চিন্তায় রেখেছিলাম। যাতে বাড়ির সাজসজ্জায় তাদের ব্যক্তিত্বের বর্হিপ্রকাশ ঘটে।
মাধুরী দীক্ষিতকে সর্বশেষ ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেত্রী।