খেলাধুলা ডেস্ক :আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো খেলতে এসে একের পর এক চমক দেখাচ্ছে গুজরাট টাইটান্স। আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ই পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল।শুক্রবার রাতে ম্যাচটি জেতার জন্য ১৯০ রানের লক্ষ্য ছিলো গুজরাটের সামনে। যা কি না শেষ ২ ওভারে দাঁড়ায় ৩২ রানে। কাগিসো রাবাদার করা ১৯তম ওভারে একটি উইকেট পড়লেও, ১৩ রান তুলে নেয় গুজরাট। তবু শেষ ওভারের জন্য বাকি থাকে আরও ১৯ রান।ওডিয়েন স্মিথের করা সেই ওভারের দ্বিতীয় বলে রানআউট হন অধিনায়ক হার্দিক। প্রথম চার বল থেকে আসে মাত্র ৭ রান। তবে চতুর্থ বলে শুধু শুধুই ওভারথ্রো থেকে সিঙ্গেল দিয়ে বসেন ওডিয়েন। তবু শেষ দুই বলে ১২ রান বাকি থাকায় জয়ের পাল্লা ভারী ছিল পাঞ্জাবের দিকেই।কিন্তু ভিন্ন ভাবনাই ছিলো গুজরাটের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার। সেই ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে ডিপ মিড উইকেট ও কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেন তেওয়াতিয়া। যার সুবাদে টানা তিন জয়ে হ্যাটট্রিক করে ফেললো গুজরাট।বিস্তারিত আসছে।।।।
