নিজস্ব প্রতিবেদক :বিশ্বে এমন কিছু স্থান আছে যার উপর দিয়ে প্লেন চলাচল করতে পারে না। অর্থাৎ ওইসব স্থানের উপর দিয়ে প্লেন চলাচল একেবারেই নিষিদ্ধ। তেমনই কয়েকটি নো ফ্লাই জোন সম্পর্কে জানানো হলো-এই পার্কটি ছবির মতো সুন্দর। সবারই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও ডিজনি পার্ক দর্শন করবে। জানা যায়, ডিজনি পার্কের উপর দিয়ে কখনোই প্লেন উড়তে পারে না। উপর থেকে যেন কেউ ডিজনি পার্কের সৌন্দর্য অবলোকন করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।
একাধিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ৯/১১ এর পর থেকে ডিজনি পার্কসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিমান চলাচল নিষিদ্ধ হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড বা ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ৩০০০ ফুটের মধ্যে কোনো বিমান ওড়ার অনুমতি নেই। যদিও এটি প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল। তবে ২০০৩ সালে নিয়মটি স্থায়ীভাবে চালু হয়।
বিশ্বের সবচেয়ে উঁচু স্থানগুলোর মধ্যে তিব্বত অন্যতম। সেখানকার গড় উচ্চতা প্রায় ১৬০০০ ফুট। তিব্বতও নো-ফ্লাই জোন হিসেবে বিবেচিত। এর কারণ হলো সেখানে সুউচ্চ সব পাহাড় আছে।
যদিও বেশিরভাগ বাণিজ্যিক বিমানই পাহাড়েরও অনেক উপর দিয়ে চলাচল করে, তবে সেখানকার ফ্লাইট রুটগুলো যাত্রীদের নিরাপত্তার জন্য এলাকার উঁচু পাহাড় এড়িয়ে চলে।