নিজস্ব প্রতিবেদক :খেলার মাঠে ভালোবাসার মানুষকে ‘প্রপোজ’ করার ঘটনা একেবারেই নতুন নয়। খেলাটা ফুটবল হোক বা ক্রিকেট, প্রপোজ হয়ে থাকে হরহামেশা। মাঠের বড় স্ক্রিনে বা টেলিভিশনের পর্দায় স্মরণীয় এ মুহূর্ত সরাসরি দেখতে পান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবার ঘটল এমনই এক ঘটনা। পুনের মাঠে খেলছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যেই ছিল উত্তেজনা। সেই উত্তেজনা, উল্লাস আরও বাড়িয়ে দেন বেঙ্গালুরুর দুই তরুণ-তরুণী।
সচরাচর হাটু মুড়ে বসে পুরুষদের নারীকে প্রোপোজ করতে দেখা যায়। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম। বেঙ্গালুরুর নারী সমর্থক ম্যাচের মধ্যেই হাটু মুড়ে বসে প্রপোজ করেন বয়ফ্রেন্ডকে। তাতে ‘ইয়েস’ বলেন তরুণ। এরপর তরুণী সেই তরুণের আঙুলে ভালোবাসার চিহ্ন এঁকে আংটি পরিয়ে দেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। ম্যাচ চলাকালীন এই ঘটনা দেখানো হয় টিভিতে। মুহূর্তেই তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়।
দুজনই ছিলেন বেঙ্গালুরু ভক্ত। তরুণ বিরাট কোহলিদের আরসিবি জার্সি পরেছিলেন। ব্যাঙ্গালোরের জার্সি না পরলেও বিরাটদের সঙ্গে ‘ম্যাচিং’ থাকা লাল জামা এবং কালো প্যান্ট পরেছিলেন তরুণী।
চেন্নাইকে ১৩ রানে হারিয়ে কোহলিরা দুই তরুণ-তরুণীর দিনটা আরো স্মরণীয় করে তোলেন। আগে ব্যাটিং করে বেঙ্গালুরু ৮ উইকেটে ১৭৩ রান করে। জবাবে চেন্নাই ১৬০ রানের বেশি করতে পারেনি।
গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের মধ্যেই নিজের অজি-সমর্থক বান্ধবীকে প্রপোজ করেছিলেন এক ভারতীয় যুবক। ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর আগে ইংল্যান্ডের মাঠে এক তরুণ তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। ধারাভাষ্যকাররা পুরো প্রপোজের ঘটনা ধারাভাষ্য দিয়েছিলেন। তরুণী ইয়েস বলার সঙ্গে সঙ্গে ধারভাষ্যে শোনা যায়, ‘সি সেইড ইয়েস।’