নিজস্ব প্রতিবেদক :দেশের শেয়ারবাজারে বুধবারও (২০ জুলাই) দরপতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় কার্যদিবস সূচকের পতন হয়েছে। তবে আজ দরপতন হলেও বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট পতনের পর ৬ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২১৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮০১ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩৩ টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।