আন্তর্জাতিক ডেস্ক :স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিনভর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় নামের এক মডেলের কলকাতার অভিজাত আবাসনের বাড়ি থেকে ২০ কোটি রুপি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা নাকতলা উদয়ন সংঘের পুজোর মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন। নাকতলা পার্থ চ্যাটার্জির পুজো বলে সুপরিচিত। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর আইনি উপদেষ্টা ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
তার কাছে বিপুল পরিমাণ ওই টাকা কোথা থেকে এলো তদন্তকারীদের সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মডেল অর্পিতা।
অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে গচ্ছিত টাকার সঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে ইডির তদন্তকারীরা।
২০ কোটি রুপি নগদ অর্থ ছাড়া অর্পিতার ঘর থেকে ২০টি মোবাইল ফোন, ৫০ লাখ টাকার সোনার গয়না, কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
দীর্ঘ ১১ ঘণ্টা ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসক ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করেন ইডির তদন্তকারীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে সিবিআই ও ইডি তদন্ত করছে।
সূত্র: আনন্দবাজার