স্টাফ রিপোর্টার – শেখ শামীম আহমেদ:বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর জেলার জিয়া মঞ্চের কমিটির উদ্বোধন করেন জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জিয়া মঞ্চের সেক্রেটারি ফয়েজুল্লাহ ইকবাল ও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা ।
এ সময় জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন= শাহ্জালাল প্রধান কে চাঁদপুর জেলার আহ্বায়ক করে শেখ নয়ন কে সদস্য সচিব করে ২১ জনকে যুগ্ন আহবায়ক করে ৫৭ বিশিষ্ট কমিটি উদ্বোধন দেয়া হয়েছে ।
তিনি আরো বলেন. দেশের এই ক্লান্তি লগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে সাধারণ মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এ সময় চাঁদপুর জেলা থেকে আসা জিয়া মঞ্চের নতুন কমিটির সদ্য দায়িত্ব নেওয়া আহ্বায়ক শাহজালাল প্রধান বলেন : সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি করছে তাতে করে কোনভাবেই তার লাগাম টানা যাচ্ছে না
আমরা জিয়ার সৈনিক হয়ে তা কখনোই মেনে নিতে পারিনা তাই আমরা সবাই যার যার অবস্থান থেকে তার বিরুদ্ধিতা করে সরকারকে বুঝিয়ে দিবো ।
এছাড়াও সদ্য দায়িত্ব নেওয়া চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব শেখ নয়ন বলেন ,
নতুন কমিটি পেয়ে আমরা খুবই উৎসাহিত ও আনন্দিত আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যরা এক হয়ে কাঁধে কাঁধ রেখে সত্যের পথে সাধারণ মানুষের লড়াইয়ে এগিয়ে আসবো এটাই আমাদের প্রত্যাশা এছাড়াও সরকার যেভাবে দেশের সাধারণ মানুষকে কোন ঠাসা করে রেখেছেন তা জনগণ বুঝে গিয়েছেন জনগণের ভালোবাসা পেলে অবশ্যই বিএনপি দল আবারো ক্ষমতায় ফিরে আসবে ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানে সদ্য দায়িত্ব নেওয়া আহ্বায়ক শাহজালাল প্রধান ও সদস্য সচিব শেখ নয়ন কে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখে বরণ করে নেন জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা